Header Ads

সাগরের জল কে কালি করে । গাছের পাতা কে খাতা করে।ইসলামিক সঙ্গীত।মিজানুর রহমান আজহারী

বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় এবং আলচিত বক্তা , বাংলার গর্ব তরুনের অহংকার,
মাওলানা আলহাজ মিজানুর রহমান আল আজহারী।

যার কণ্ঠের প্রতিটি বয়ান আমার ভাল লাগে আর ইসলামি সঙ্গীত আরও ভাল লাগে।
আর সেই ভাল লাগা থেকেই তাহার সঙ্গীত গুলো আমার সংগ্রহে রাখা।

আশা করি আপনাদের ভাল লাগবে।









সাগরের জল কে কালি করে,
গাছের পাতা কে খাতা করে।।

তোমার মহিমা লেখা শেষ হবে না,
যদিও লিখি প্রভু জীবন ভরে।।

সাগরের জল কে কালি করে,
গাছের পাতা কে খাতা করে।।

তোমার মহিমা লেখা শেষ হবে না,
যদিও লিখি প্রভু জীবন ভরে।।

তোমার মহিমায় দুনিয়া ঘেরা,
গাছের পাতাও নরেনা তোমার হুকুম ছাড়া।।

সাজিয়ে রেখেছ এই পৃথিবী ,
কত না রুপময় করে।।

সাগরের জল কে কালি করে,
গাছের পাতা কে খাতা করে।।

তোমার মহিমা লেখা শেষ হবে না,
যদিও লিখি প্রভু জীবন ভরে।।

নভোমণ্ডল আর ভূমণ্ডল ,
হৃদয় কে বেকুল করে বিচিত্র এই সৃজন।।

শতকোটি শুকরিয়া তোমার,
সেজদায় মাথা নত করে...

সাগরের জল কে কালি করে,
গাছের পাতা কে খাতা করে।।

তোমার মহিমা লেখা শেষ হবে না,
যদিও লিখি প্রভু জীবন ভরে।।


No comments

Powered by Blogger.