Header Ads

উচ্ছেদের জন্য আগুন লাগানোর অভিযোগ

 

রাজধানীর রূপনগর এলাকার বস্তি এ নিয়ে তিনবার আগুনে পুড়লো। কখনো চলন্তিকা মোড়ের অংশ আবার কখনো রূপনগর অংশ। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর অভিযোগ, তাদেরকে উচ্ছেদের জন্য আগুন লাগানো হয়েছে। আর স্থানীয়রা বলছেন, বস্তির ২২ বিঘা জমির মালিকানা নিয়ে বিরোধেরও কারণও হতে পারে এই আগুন। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে মিরপুর রূপনগর বস্তির আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বস্তির ঘরগুলোতে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে ছাই যায় বস্তির কয়েক হাজার ঘর। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বস্তির অনেক বাসিন্দাকে আহাজারি করতে দেখা যায়। অনেকেই কিছুই রক্ষা করতে পারেনি। এমন কি দুপুরের খাবার।এর আগে আর দুই বার আগুন লাগে এই বস্তিতে। কখনো চলন্তিকা মোড় বস্তিতে দুই বার রূপনগর অংশে।ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, নাশকতা। জমির মালিকানা দাবী করে জমির ওপর গণপূর্ত অধিদপ্তরের সাইনবোর্ড। আবার এই বস্তির জমির দাবী স্থানীয় মাতবর পরিবারের। রহস্যজনক আগুনে পুড়ে বার বার ছারখার হচ্ছে মিরপুরের রূপনগর বস্তি। কালের বিবর্তনে এখন এখানে প্রায় ৫০ হাজার পরিবারের বসবাস। বস্তিবাসীর অভিযোগ, প্রভাবশালী নেতাকর্মীদের দৃষ্টি পড়েছে এ বস্তির ওপর। দখলের উদ্দেশ্যেই বেশিরভাগ আগুন দিয়েছে প্রভাবশালীরা।

1 comment:

Powered by Blogger.