Header Ads

খুব শিগগির ১৫ সদস্যের চীনা মেডিকেল টিম আসছে ঢাকায়

 
বিদেশ ফেরতরা মিশে গেছে গ্রামে। পর্যাপ্ত টেস্ট করাও সম্ভব হচ্ছে না। টেস্টের ফলও আসছে ভুল। পরিস্থিতি খারাপ হলে সামাল দেওয়ার মতোও যথেষ্ট চিকিৎসা সরঞ্চামাদি নেই। করোনা মোকাবিলায় চীনা বিশেষজ্ঞের কাছে বাংলাদেশের এ পরিস্থিতি তুলে ধরলেন ঢাকার চিকিৎসকরা। বুধবার ভিডিও কনফারেন্সে বাস্তব সব চিত্র তুলে ধরে পরামর্শ চান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এসময় চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে সাহয্য করতে শিগগির ১৫ সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে নতুন রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যু। দ্রুত গতিতে ছড়াচ্ছে কোভিড-১৯। এমন পরিস্থিতিতে চীনের সাংহাইয়ের হুয়াশান হাসপাতালের সংক্রমণ রোগ বিভাগের পরিচালক চাং উন হোং এর কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সরকারি চিকিৎসেবায় নিয়োজিত কর্মকর্তা ও ডাক্তাররা। বিদেশ ফেরতরা গ্রামে মিশে গেছে, পর্যাপ্ত টেস্ট করা সম্ভব হচ্ছে না, মুত্যুহার বেশি, অনেক ক্ষেত্রে টেস্টের ফলাফলও আসছে ভুল, পরিস্থিতি খারাপ হলে সামাল দেওয়ার মতোও যথেষ্ট চিকিৎসা সরঞ্চামাদি নেই; খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মুখেই উঠে আসে বাংলাদেশের এমন বাস্তব চিত্র। আগামি দুই সপ্তাহ ঘরে থাকার বিকল্প নেই। একইসাথে পর্যাপ্ত পরীক্ষা ও রোগী সনাক্তকরন, এবং আইসিইউ সংখ্যা বাড়াতে হবে- পরামর্শ চীনা বিশেষজ্ঞের। এসময় চীনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর, চীনা রাষ্ট্রদূত লি জিমিং ঘোষণা দেন, খুব শিগগির ১৫ সদস্যের মেডিকেল টিম পাঠঅবে তার দেশ।

1 comment:

Powered by Blogger.