Header Ads

বাংলাদেশের পরবর্তী স্যাটেলাইট প্রকল্প নিয়ে চীন গভীর আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ফ্রান্সের থ্যালেস এলেনিয়ার তৈরি এবং যুক্তরাষ্ট্রের স্পেস এক্স এর মাধ্যমে উৎক্ষেপিত। স্যাটেলাইট নিয়ে ভারত শঙ্কিত এবং সেই বার্তা নানা ভাবে বাংলাদেশকে দিয়েছিল। এমনকি তারা এর সাথে যুক্ত হবার জন্য অনুরোধ করার পরো প্রত্যাক্ষত হবার পর বাংলাদেশকে অফার করে সার্ক স্যাটেলাইট ভারত ফ্রিতে পাঠাবে তাও যেন বাংলাদেশ এই প্রকল্প বাইরে না দেয়। তবে থ্যালেসের মাধ্যমে করাতে ভারত কিছুটা স্বস্থি পেয়েছিল কারন এখানে অন্তত পাকিস্তানের মত চীনকে যুক্ত করা হয়নি। এবার কিনা সেই চীন বাংলাদেশের পরবর্তী স্যাটেলাইট প্রকল্পে যুক্ত হবার আগ্রহ দেখিয়েছে? কূটনীতিক মহলে এটা নিয়ে ভালই দৌড় ঝাপ হবে সেটা নিশ্চিত। বিস্তারিত পরে জানানো হবে

No comments

Powered by Blogger.