Header Ads

ভারতের আরেকটি ধাক্কা!

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ভারতকে per capita GDP তে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF) কর্তৃক ঘোষিত এক বিবৃতে দেখা যাচ্ছে এই অর্থবছরে বাংলাদেশের per capita GDP হবে ১৮৮৮ মার্কিন ডলার এবং ঠিক একই সময়ে ভারতের per capita GDP হবে ১৮৭৭ মার্কিন ডলার। এ নিয়ে ভারতীয় মিডিয়ায় অনেক গুঞ্জন তৈরি হয়েছে তাছাড়া ভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব তোহ ইতোমধ্যে টুইট করে ক্ষমতাসীন বিজেপি কে খোঁচা মারতে শুরু করেছে। তবে, আমরা সকলেই একটা ভুল করে ফেলছি per capita GDP এবং per capita income কে এক ভেবে। Per capita GDP হিসাব করা হয় একটি দেশের মোট দেশজ উৎপাদন বা GDP যত সেই পরিমাণ কে ঐ দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়। অন্যদিকে per capita income হিসাব করা হয় দেশের জাতীয় আয়ের বা NI এর ওপর। জাতীয় আয় হতে দেশের মোট জনসংখ্যাকে ভাগ করলেই পাওয়া যায় কাঙ্খিত সেই মাথাপিছু আয় বা per capita income। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার। বাংলাদেশ বিগত কয়েকবছর ধরেই জিডিপি তে চোখ ধাঁধানো সাফল্য বয়ে আনছে এবং এই সময়ে বাংলাদেশ জিডিপি গ্রোথ রেট ছিলো ৮ এর ওপর বা এর কাছাকাছি! এমনকি এই মহামারীতেও দেশের জিডিপি হবে এই অঞ্চলের সর্বোচ্চ। রীতিমতো চোখ ধাঁধানো। সেই সুবাদেই বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের। আমরা অনেকেই মোট জাতীয় উৎপাদন, জাতীয় উৎপাদন এসব নিয়ে ধারণা রাখি না যার ফলে আমরা অনেকেই এসকল খবরে বাজে মন্তব্য করি অথবা কেউ ভুল তথ্য দিলে তাদের প্রতিহত করতে পারি না। নিচে এ বিষয় গুলো নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। দয়া করে ধৈর্য্য নিয়ে মনোযোগ সহকারে পড়বেন। বাজি ধরে বলতে পারি সবক্ষেত্রে উপকৃত হবেন এমনকি চাকরি পরীক্ষায় ও! ◾GDP: GDP বা মোট দেশজ উৎপাদন হিসাব করা হয়ে থাকে একটি দেশের অভ্যন্তরে কি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত হয় তার আর্থিক মুল্যের ওপর। এক্ষেত্রে দেশের অভ্যন্তরে যেসকল বিদেশি থাকবে তাদের আয় অন্তর্ভুক্ত হবে কিন্তু দেশের যেসকল নাগরিক বিদেশে রোজগার করছেন তাদের আয় অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ, বাংলাদেশের ভেতর বিদেশি বিনিয়োগ অন্তর্ভুক্ত হবে কিন্তু বিদেশ থেকে কোনো অর্জিত আয় অন্তর্ভুক্ত হবে না। একটি দেশের মানুষের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় এর যোগফলাই হলো ওই দেশের জিডিপি। সুতরাং, বাংলাদেশের জিডিপি তে প্রবাসী ভাইদের রেমিট্যান্স এবং অন্যান্য রপ্তানি আয় যোগ হয় না। ◾GNP: GNP/ মোট জাতীয় উৎপাদন ধারণা সম্পুর্ন জিডিপি এর উল্টো। অর্থাৎ, এখানে শুধুমাত্র দেশের জনগণের মাধ্যমে উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মুল্য অন্তর্ভুক্ত হবে, বিদেশিদেরটা বাদ যাবে। অর্থাৎ, বাংলাদেশের সকল রপ্তানি আয় এখানে অন্তর্ভুক্ত হবে কিন্তু বাংলাদেশে বিদেশি কোম্পানির বিনিয়োগ এখান থেকে বাদ যাবে। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয়ের যোগফলের সাথে নীট রপ্তানি আয় যোগ হয়। এক্ষেত্রে, মোট আমদানি ব্যয় থেকে সকল রপ্তানি আয় বাদ দিলে নীট রপ্তানি আয় পাওয়া যায়। ◾NI: National Income/ জাতীয় আয় পেতে মোট জাতীয় উৎপাদন থেকে অবচয়জনিত ব্যয়, পরোক্ষ কর, হস্তান্তর পাওনা এবং সরকারের উদ্বৃত্ত আয় বাদ দিয়ে সরকারের ভুর্তকির পরিমাণ যোগ করলে জাতীয় আয় পাওয়া যায়। আর এই জাতীয় আয় থেকেই আমরা আমাদের মাথাপিছু আয় বের করে থাকি। বাংলাদেশের বর্তমান জাতীয় আয় প্রায় ৮০০ বিলিয়ন। এসকল সূচকের মাধ্যমেই একটি দেশের সমৃদ্ধিকে বিবেচনা করা হয়। বাংলাদেশ ও তাঁর বাইরে নয়। গত ১০/১২ বছরে দেশের অর্থনীতি বেড়েছে কয়েকগুণ, মাথাপিছু আয় উন্নীত হয়েছে ২০৬৪ মার্কিন ডলারে, নির্মাণ হয়েছে/হচ্ছে বড় বড় অবকাঠামো। তবে এখনো দুর্নীতি, টেন্ডারবাজি, দুর্বল অবকাঠামো, বাজার নিয়ন্ত্রণের মতো অনেক সীমাবদ্ধতা রয়েছে তবুও বাংলাদেশ তাঁর আপন গতিতে উন্নতি করে যাচ্ছে প্রত্যেকটি খাতে। সেই সুবাদে দিন দিন রপ্তানি কারক দেশের তালিকায় স্থান করে নিচ্ছে। দেশের প্রতি ভালোবাসা এবং কর্তব্য থেকে দেশের অর্জন গুলো আপনাদের জানানোর চেষ্টা করি তদুপরি দালাল নামক বিভিন্ন বিশেষণে আমাদের ভূষিত করেন আপনারা। তাছাড়া আপনারা এসকল অর্জনগুলোকে বিভিন্ন অযাচিত, অথর্ব যুক্তি দিয়ে বিকৃত করার চেষ্টা করেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবো কিন্তু আপনারা কিভাবে নিবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। ধন্যবাদ। #জেসন_রয়

No comments

Powered by Blogger.